দেশ 

রাহুলের নাগরিকত্ব ইস্যু নিয়ে মামলা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর কংগ্রেস বিজেপি দলের নতুন নামকরণ করল , সেই নাম কি জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব কারনে নির্বাচনী  লড়াইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন সুপ্রিম কোর্ট এদিন খারিজ করে দিয়েছে। এর পরেই কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ ছুটে এল । একই নরেন্দ্র মোদী মিথ্যার বেসাতী করছেন বলে কংগ্রেস আজ অভিযোগ করে । সেই সঙ্গে বিজেপি দলের নতুন নামকরণ করল কংগ্রেস । বিজেপির নতুন নাম হল বহুত ঝুট পার্টি ।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপত্র অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, মনোহর লাল শর্মার মাধ্যমে এই ইস্যুটি এনেছিল তারা। যদিও তা আদালতে খারিজ হয়ে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বাধীন এথিক্স কমিটিতেও বিষয়টি তুলেছিল। এই ইস্যুর ছাই থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করবে মোদী এবং তার সরকার। বিজেপিকে এদিন বহুত ঝুট পার্টি হিসেবে কটাক্ষ করেছে কংগ্রেস।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুল তথ্যের মাস্টার বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপত্র অভিষেক মনু সিংভি বলেছেন, ভুল তথ্যের মাস্টার মোদী এবং বহুত ঝুট পার্টি ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করবে। কংগ্রেস নেতা দাবি করেন বিজেপি মিথ্যা ছড়ানোর চেষ্টা করছে, কেননা তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − twelve =