দেশ 

‘বালাকোটের এয়ারস্ট্রাইকের পর , মোদী বারবার দাবি করেন আমার সেনা বলে, তবে ভারতের সেনা মোদীর নয়, বরং গোটা দেশের ‘ সেনা ইস্যুতে মোদীকে তীব্র ভাষায় আক্রমণ ক্যাপ্টেনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সেনা ইস্যুতে এবার মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এককালে ভারতীয় সেনার সেবায় নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং একাধিকবার নির্বাচনী মঞ্চে মোদী সহ বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি এদিন পঞ্জাবের সাংগরুরের নির্বাচনী সভায় এবার ভারতীয় সেনা নিয়ে মোদীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

অমরিন্দর এদিন বলেন, ‘বালাকোটের এয়ারস্ট্রাইকের পর , মোদী বারবার দাবি করেন আমার সেনা বলে, তবে ভারতের সেনা মোদীর নয়, বরং গোটা দেশের। আমি ভারতীয় সেনায় ১০ বছর ছিলাম। আমি দেশের সেবা করেছি মোদীর নয়। ‘

Advertisement

এদিনের সভায় অমরিন্দর সিং বলেন, এবারের নির্বাচন সাম্প্রদায়িকদের সঙ্গে দেশের উন্নয়নের ধারকবাহকদের লড়াই। উল্লেখ্য, এর আগে পাঞ্জাবের এক সভায় দাবি করেন , এর আগে ভারতীয় সেনা ১০০ টি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ফলে মোদীর আমলেই যে প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তা নয়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − five =