দেশ 

মোদীর বিরুদ্ধে প্রার্থী পদে মনোনয়ন জমা দিতে গিয়ে হেনস্থার শিকার ৫০ জন গরীব কৃষক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রে এবার জনা পঞ্চাশেক কৃষক প্রার্থী হতে চেয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর । এই সব কৃষকদের অধিকাংশই গরীব । মূলত মোদীর আমলে কৃষকদের অবস্থা কী হয়েছে তা দেশের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে ই বারাণসীতে এই সব কৃষক ভোটে দাঁড়াতে চান এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু অভিযোগ ৫০ জন কৃষক মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় ।শুধু তাই নয়, তাঁদের রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের তির উত্তরপ্রদেশের গোয়েন্দা অফিসারদের দিকে। যদিও এই সবকিছুই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তেলেঙ্গানা স্টেট টারমারিক ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি কোটাপাটি নরসিমা নায়ডু।

Advertisement

তাঁর অভিযোগ, তেলেঙ্গানার বিভিন্ন প্রান্তের ৫০ জন কৃষক শনিবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বারাণসী পৌঁছান। বারাণসীর স্থানীয় কৃষকদের তাঁরা প্রার্থী পদের প্রস্তাবক হওয়ার কথা বলেন। বারাণসী লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহও করে ফেলেন।

কিন্তু অভিযোগ, এরপরই সেই মনোনয়নপত্র জমা দিতে তাঁদের বাধা দেন উত্তরপ্রদেশের গোয়েন্দা দফতরের অফিসাররা। নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী না হওয়ার জন্যে হুমকিও দেওয়া হয় তাঁদের।

অভিযোগের অবশ্য এখানেই শেষ নয়। তেলেঙ্গানা স্টেট টারমারিক ফার্মাস অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, তেলেঙ্গানার ওই কৃষকদের পাশে দাঁড়াতে তামিলনাড়ুর কিছু হলুদ চাষি বারাণসী আসতে চাইলে তামিলনাড়ুর পুলিশ তাঁদের জেলে ২৪ ঘণ্টা আটক করে রাখে বলেও অভিযোগ।

তবে এত প্রতিকূলতার পরেও তাঁরা মাথানত করবেন না বলেই জানিয়েছেন কৃষকরা। তাঁদের কথায়, ‘আমরা কারও বিরোধিতা করতে চাই না। আমরা শুধু আমাদের সমস্যার কথা তুলতে ধরতে চাই।’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 11 =