জেলা 

‘বিজেপি কোনও ভাবেই হিন্দুদের দল নয়, ওটা দাঙ্গাবাজদের দল ; মোদীর আচ্ছে দিন, কৃষকের মৃত্যুদিন ‘ : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার পূর্ব মেদিনীপুরে কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি স্লোগান তুলেছেন, ‘আর নয় মোদী, এবার দরকার-জনতার সরকার’। সেইসঙ্গে কৃষক মৃত্যু নিয়ে সরব হয়েও স্লোগান তুলেছেন, ‘মোদীর আচ্ছে দিন, কৃষকের মৃত্যুদিন।’

তিনি আবারও সিপিএম কংগ্রেস ও বিজেপিকে এই রাজ্যে পরস্পরের  বন্ধু বলে মন্তব্য করেছেন । তাই তিনি এদিনও সিপিএম-কংগ্রেসকে এরাজ্যে একটিও ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন । এদিন তিনি বলেছেন, ‘বিজেপির দয়াতেই এখন বেঁচে আছে সিপিএম। সিপিএমের সব হার্মাদ এখন বিজেপির ওস্তাদ হয়ে গেছে।’

Advertisement

সেইসঙ্গে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বলেন, ‘সমস্ত সাংবিধানিক সংস্থাকে ধ্বংস করে দিয়েছেন মোদী। চাওয়ালা এখন হয়েছে চৌকিদার। মিথ্যেবাজের দল।’ সেইসঙ্গে মোদীর ‘মিষ্টি’ তথ্য নিয়ে আবার আক্রমণ করে বলেন, ‘রসগোল্লা তৈরি হচ্ছে, কাঁকড় মিশিয়ে দেব এবার। খেলেই দাঁত ভেঙে যাবে।’ সেইসঙ্গে কটাক্ষ করে বলেছেন পাঁচ বছর শুধু বিদেশেই ঘুরে কাটিয়ে দিলেন, এখন এসেছেন ভোট চাইতে, লজ্জা করে না?

মোদীর আমলে বেকারত্বতে রেকর্ড গড়েছে দেশ, এমন অভিযোগ তোলার পাশাপাশি বলেন, ‘বিজেপি কোনও ভাবেই হিন্দুদের দল নয়, ওটা দাঙ্গাবাজদের দল।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − eight =