দেশ 

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৫ সন্ত্রাসবাদী(ফাইল চিত্র)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ শনিবারের পর ফের রবিবার। জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় সকাল থেকেই জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। ঘটনায় সেনার ছোঁড়া গুলিতে খতম হয়েছে পাঁচজন জঙ্গী। নিহতদের মধ্যে হিজবুল গোষ্ঠীর এক সদস্য রয়েছে বলে জানা গিয়েছে। যে বুরহান ওয়ানির ঘণিষ্ঠ ছিল। এছাড়া নিহতদের মধ্য রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। তাঁর নাম মুহাম্মদ রফি ভাট। পুলিশের দাবি ওই অধ্যাপক হিজবুল কমান্ডার সাদ্দাম পাদ্দারের ঘনিষ্ঠ ছিল। এদিনও ওই হিজবুল নেতার সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন তিনি। এই ঘটনাতেই এক পুলিশ কর্মী ও এক জওয়ান গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কর্মী। তার নাম অনিল কুমার। অন্যজন ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ান।

সূত্রে খবর, দক্ষিন কাশ্মীরের জৈনাপোরা এলাকার বারিগাঁও ইমামা শাহিব চত্বরে চার থেকে পাঁচজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে জানতে পেরে আজ সকালে যৌথ অভিযানে নামে সেনা ও পুলিশ। তল্লাশি চলাকালীনই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই পাল্টা গুলি ছুঁড়তে থাকে সেনা ও পুলিশ। সেনার ছোঁড়া গুলিতে নিহত হয় ৫ জন জঙ্গি। অন্যদিকে, জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন এক সেনা-পুলিশ কর্মী। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত এনকাউন্টার বন্ধ রয়েছে। তবে এ ঘটনার পর পুরো এলাকাটিকে নিরাপত্তার কড়া বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − ten =