জেলা 

২৫ মে শান্তিনিকেতনে বৈঠকে বসছেন মোদি-মমতা ও হাসিনা (ফাইল চিত্র)

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ চলতি মাসের ২৫ তারিখে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আচার্য হিসেবে বিশ্বভারতীতে দ্বিতীয়বারের জন্য আসছেন প্রধানমন্ত্রী। বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে ওই নব নির্মিত ভবনটির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও। তবে বিশ্বভারতীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বিশ্বভারতীতে অনুষ্ঠানের ঠিক আগের দিনই চুরুলিয়ায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট ডিগ্রী নিতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই খান থেকেই পরেরদিন বিশ্বভারতীতে যাওয়ার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যে বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী  সফরসূচী সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের গুরুত্ব অন্য জায়গায়। তাহলো তিস্তা জলবণ্টন চুক্তি। বাংলাদেশ সামনেই নির্বাচন রয়েছে। যদি তিনি তিস্তার জল পেয়ে যান, তাহলে নির্বাচনে ফের বাজিমাত করতে পারবেন তিনি। কিন্তু এক্ষেত্রে হাসিনার মুখে শেষ হাসি ফোটাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি রাজি না হন তাহলে কোনভাবেই প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশে তিস্তার জল দেওয়া সম্ভব হবে না। তাই দুই দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে রাজনৈতক মহলে।

Advertisement

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + 7 =