কলকাতা 

জাদুঘর ও ভিক্টোরিয়ায় প্রবেশ মূল্য কম করা হয়েছে বিশেষ দেশের নাগরিকদের জন্য ; কোন দেশের নাগরিকদের এই সুযোগ জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। দু’ জায়গাতেই সাতটি দেশের নাগরিকদের জন্য প্রবেশমূল্য এক ধাক্কায় ৪০০ টাকা কমিয়ে দেওয়া হল।

জাদুঘরে ও ভিক্টোরিয়ায় ঢুকতে গেলে এত দিন পর্যন্ত ভারতীয়দের জন্য লাগত ৩০ টাকা, আর বিদেশিদের দিতে হত ৫০০ টাকা। এই নিয়ম ধার্য করেছিল কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রক। ১ মার্চ থেকে সার্কভুক্ত সাতটি দেশ আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মলদ্বীপের নাগরিকদের দিতে হচ্ছে ১০০ টাকা করে।

Advertisement

সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নাগরিকদের ক্ষেত্রে টিকিটের দাম কমানো প্রসঙ্গে ভারতীয় জাদুঘরের শিক্ষামূলক অফিসার সায়ন ভট্টাচার্য এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত একই কথা বলেন। তাঁদের বক্তব্য, তাঁরা দেখেছেন সার্ক দেশগুলি থেকে প্রচুর নাগরিক জাদুঘর ও ভিক্টোরিয়া দেখতে আসেন ইতিহাসের প্রতি অমোঘ আকর্ষণ নিয়ে। তাঁদের ভারতীয় তথা বাংলার ভাস্কর্য নিয়ে যথেষ্ট আগ্রহ আছে। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাসের প্রতি আকর্ষণ আছে। সেই টানেই তাঁরা জাদুঘর, ভিক্টোরিয়া দেখতে আসেন। তাই তাঁদের সুবিধার্থে ওই দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে টিকিটের হার কমানোর আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রকের কাছে এবং মন্ত্রক সেই আবেদনে সায় দিয়েছে।

দুই জায়গাতেই পার্কে বা বাগানে ঢোকার জন্য ভারতীয় নাগরিকদের জন্য টিকিটের দাম বাড়িয়ে ১০ টাকা থেকে ২০ টাকা করা হয়েছে। যে সব ভারতীয় নাগরিক জাদুঘর বা ভিক্টোরিয়ার গ্যালারিতে না ঢুকে শুধু পার্কে বা বাগানে বেড়াতে ঢুকবেন তাঁদের ২০ টাকা করে টিকিট কাটতে হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven + one =