দেশ 

প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর বাড়তি নজরদারি চালাবে কমিশন

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সপ্তদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হল রবিবার। দিল্লির বিজ্ঞান ভবনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা আগামী ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে এ বারের ভোটে প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর বাড়তি নজরদারির কথাও জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের মতে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিতে হবে।

Advertisement

অরোরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে প্রাক-অনুমোদন নিতে হবে। একই সঙ্গে গুগল, ফেসবুক, টুইটার এবং ইউটিউবের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞাপনী প্রচারের তথ্য পরীক্ষা করার কথাও জানিয়েছে কমিশন।

তিনি বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য এক জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে কমিশনে। পাশাপাশি বৃহদাকার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনের দিনগুলিতে তথ্যপ্রযুক্তিকে কমিশনও কাজে লাগাবে, পাশাপাশি যে কোনো রকমের অবাঞ্ছিত বিষয়ের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেবে।

কমিশন সূত্রে খবর, কোনো প্রার্থী সোশ্যাল মিডিয়ায় প্রচারে কত টাকা খরচ করছেন, সেটাও উল্লেখ করতে হবে। একই সঙ্গে মূদ্রণ এবং বৈদ্যুতিন মাধ্যমে প্রচারের ক্ষেত্রে যে ধরনের আইন প্রয়োগ করা, তার আওতায় ধরা হবে সোশ্যাল মিডিয়াকেও। এ ব্যাপারে অরোরা তুলে ধরেন জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নম্বর ধারাকে। একাধিক দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই এই ধারা কার্যকরী হবে।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − two =