প্রচ্ছদ 

বিজেপি-আরএসএস মিলে দেশে সাম্প্রদায়িক হিংসা বাড়িয়ে তুলছে অভিযোগ শঙ্করাচা্র্যের

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেক্সঃবিজেপি -আরএসএস মিলে দেশে সাম্প্রদায়িক হিংসাকে বাড়িয়ে তুলছে বলে এবার অভিযোগ করলেন দ্বারকাপীঠের শংকরাচার্য স্বরুপানন্দ সরস্বতী। তিনি চাঁছাছোলা ভাষায় আরএসএস এবং বিজেপি-র সমালোচনা করেছেন। তিনি বলেছেন ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দল দেশের  সা্র্বিক উন্নয়নে তেমন কোন কাজ করেনি। দেশে বেকারত্ব হুহু করে বেড়ে চলেছে।আর হিন্দুত্বের নামে আরএসএস যা করছে তা আসলে হিন্দু ধরমের ক্ষতি করছে। সাম্প্রতিক কালে আরএসএস ও বিজেপিরা হিন্দু ধর্ম-এর যে ক্ষতি করেছে এর আগে তা কেউ করেনি বলে দ্বারকাপীঠের শংকরাচার্য অভিযোগ করেন।

তিনি খোদ আরএসএস প্রধান মোহন ভাগবতকেও আক্রমণ করেন। মোহন ভাগবত হিন্দু ধর্ম-এর কিছু জানেন না বলে শংকরাচার্য মন্তব্য করেছেন।গোরক্ষা সমিতি তৈরি করা হচ্ছে অথচ গরুর মাংস রপ্তানি করছে বিজেপি নেতাদের আত্মীয়-পরিজনরা। গরু নিয়ে বিজেপি আরএসএস দ্বিচারিতা করছে বলে দ্বারকাপীঠের শংকরাচার্য অভিযোগ করেছেন।

Advertisement

পঞ্চায়েত ভোটের মুখে দ্বারকপীঠের শংকরাচার্য-এর এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষে সুবিধা হবে বলে রাজনৈতিক মহল মনে করছেন।আগামী বছর লোকসভা নির্বাচনের সময় বিজেপি বিরোধী দলগুলিও শংকরাচার্য-র মতামতকে গুরুত্ব দিয়ে প্রচার করবে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − 11 =