পঞ্চায়েত সংবাদ 

শিক্ষক নেতা ফারহাদের প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার ৩৬ নম্বর জেলা পরিষদ আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শিক্ষক নেতা আলহাজ্ব একেএম ফারহাদ। নুরনগর, সোহাই শ্বেতপুর, বেড়াচাঁপা এক নম্বর ও দেগঙ্গা এক নম্বর এই চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই জেলা পরিষদ আসনটি গঠিত। এই এলাকায় ভোটার সংখ্যা লক্ষাধিক। ১৯৭৮ সাল থেকে জেলা পরিষদ আসনটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। ২০১৩ সালে পরিবর্তনের বাংলাতেও বামেরা এ আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার এই আসনটিতে প্রথমবারের জন্যজয় পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দলের তরফে জমজমাট প্রচার শুরু করা হয়েছে। প্রচারের তালিকায় থাকছেন মন্ত্রী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী ও হাজী সাহেবরা। তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা এলাকার প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার একটি কর্মীসভা করলেন রা জ্যের  খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর 2৪পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বেড়াচাঁপার কেসি ভবনে এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। কর্মী সভায় জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন, হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ, দেগঙ্গা  পর্যবেক্ষক নারায়ণ সাহা, ৩৬ নম্বর জেলাপরিষদ আসনের প্রার্থী একেএম ফারহাদ, ৩৭ নম্বর জেলা পরিষদের প্রার্থী ঊষা রানী দাস ও ৩৮  নম্বর জেলা পরিষদের তৃৃৃণমূূল কংগ্রেস প্রার্থী রহিমা মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ কয়েক হাজার কর্মী। এদিনের কর্মীসভাকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কর্মীসভায় উপস্থিত হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ৩৬ নম্বর জেলাপরিষদ আসনে  এবার তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। সেইসঙ্গে এ বছরের পঞ্চায়েত নির্বাচনে জেলার সব কটি জেলা পরিষদ আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। তার দাবি দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আগের থেকে অনেকটাই মজবুত হয়েছে। তাই যেকোনো বিরোধী প্রার্থী তো দুরঅস্ত, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদ্বন্দ্বিতা করলে তিনিও পরাজিত হবেন।এছাড়া বিভিন্ন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেও অনুরোধ করেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − fourteen =