দেশ 

বনাঞ্চলবাসীদেরকে উচ্ছেদ করা এখনই যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  দেশের ২১টি রাজ্যর প্রায় ১১.৮ লক্ষ ‘বেআইনি’ বনাঞ্চলবাসীকে ‘উচ্ছেদে’ গত ১৩ ফেব্রুয়ারির রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র এবং বিচাপতি নবীন সিনহার বেঞ্চ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের উপর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন আগামী ১০ জুলাই।

সুপ্রিম কোর্ট এ দিন সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে দেওয়া নির্দেশে জানায়, যথাযথ কারণ দেখিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারগুলিকে। উল্লেখ্য, জঙ্গলে দীর্ঘদিন বসবাসকারী অথচ জমির পাট্টা খারিজ হওয়া পরিবারগুলির ক্ষেত্রেই এই রায় কার্যকর হওয়ার কথা।

Advertisement

গত বুধবারই কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কাছে গত ১৩ ফেব্রুয়ারির রায়ের প্রত্যাবর্তনে আবেদন জমা পড়ে। পর দিনই আবেদনের উপর শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, “গত ১৩ ফেব্রুয়ারির রায়ে আমরা স্থগিতাদেশ আরোপ করছি। এবং এটিকে আগামী ১০ জুলাই পর্যন্ত ধরে রাখা হচ্ছে”।

উল্লেখ্য, সংশ্লিষ্ট মহলের দাবি, গত ২০০৬ সালের পাশ হওয়া বনাধিকার আইনের কার্যক্রম প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানিতে গত ১৩ ফেব্রুয়ারি বিচারপতি অরুণ মিশ্র, নবীন সিনহা ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ একটি রায় দেয়। যেখানে বলা হয়, অরণ্যের অধিকার আইনে বসবাস ও চাষাবাদ নিয়ে যাঁদের পাট্টার আবেদন খারিজ হয়ে গিয়েছে, তাঁদের ‘উৎখাত’ করতে হবে। এমনকী সময়সীমাও বেঁধে দেওয়া হয়। বলা হয়, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উৎখাত না হলে এ রাজ্য-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যসচিবদের জবাব দিতে হবে।

তবে রাজনৈতিক মহলের মতে, সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বিবেচনা চাইছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। সামনে লোকসভা ভোট। ফলে জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে এই ধরনের রায় কার্যকর হলে ভোটে প্রভাব পড়তে পারে।জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল-সহ বিভিন্ন এলাকায় পাট্টা খারিজ হওয়া পরিবারের সংখ্যা প্রায় ৮৫ হাজার ৮৭৪টি। প্রতি পরিবারে গড়ে তিন জন ধরলে মোট জনসংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ২ লক্ষ ৫৭ হাজার ৬৬২ জন। অন্যান্য রাজ্যে এই পরিবারের সংখ্যা বেশি, মধ্যপ্রদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ, ওড়িশায় দেড় লক্ষ, সারা দেশে মোট প্রায় ১০ লক্ষ পরিবারের উচ্ছেদের সম্ভবনা রয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 4 =