আন্তর্জাতিক 

“শান্তির জন্য একটা সুযোগ দিন” মোদীকে বার্তা ইমরান খানের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের হুংকার শেষ । এবার সন্ধির প্রস্তাব । সেদেশের বুদ্ধিজীবীরা যুদ্ধের বিরোধিতায় পথে নেমেছে । আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এখন একঘরে হয়েছে । তাই ঘরে-বাইরের চাপে দিশেহারা ইমরান খান ভারত শান্তির বার্তা দিলেন । তিনি শান্তি চান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন বলে সংবাদ সংস্থার খবর ।

শনিবার রাজস্থানের টঙ্কের একটি সভায় তাঁর সঙ্গে ইমরানের একটি কথোপকথন স্মরণ করেন মোদী। সেই সময় তিনি ইমরানকে দারিদ্র এবং অশিক্ষার বিরুদ্ধে এক সঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। মোদীর কথায়, ‘‘ইমরান বলেছিলেন, তিনি পাঠানের সন্তান। তাই কথা দিলে সেই কথা রাখেন।’’ এর পরই মোদী চ্যালেঞ্জ ছোড়েন, ‘‘পাঠানের সন্তান হলে কথা রাখুন ইমরান।”

Advertisement

রবিবার সংবাদ সংস্থা পিটিআই-এর দাবি, পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি দিয়ে ইমরান খান বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর কথা রাখবেন।’’ তাঁর আরও বক্তব্য, “পাকিস্তানে জঙ্গি কার্যকলাপের কার্যকরী প্রমাণ দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”এর পর মোদীর উদ্দেশে পাক প্রধানমন্ত্রীর আহ্বান, “শান্তির জন্য একটা সুযোগ দিন।”

যদিও ইমরানের এই বার্তাকে নেহাত অজুহাত হিসেবে দেখছে ভারতীয় বিদেশমন্ত্রক। মন্ত্রক আগেও বলেছে, ২৬/১১-র মুম্বই হামলায় জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছিল, সে সবের দিস্তা দিস্তা নথি পাকিস্তানকে দেওয়া হয়েছে। আবার পাঠানকোট হামলায় শুধু নথি দেওয়া নয়, পাক তদন্তকারী দল বায়ুসেনা ঘাঁটিতে পর্যন্ত এসে সরেজমিনে দেখে গিয়েছে। কিন্তু দুই ক্ষেত্রেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নজির নেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 5 =