দেশ 

মোদী-অমিত শাহদের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছিলাম ; কিন্ত কংগ্রেসের অনড় মনোভাবের ফলে , একা লড়াই করব দিল্লিতে জানালেন আপ নেতা কেজরিওয়াল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২৭ ফেব্রূয়ারি দিল্লিতে কংগ্রেসের ডাকা মহজোটের বৈঠকে যোগ দেবেন কিনা তা পরিস্কার করে না বললেও তিনি যে কংগ্রেসের সঙ্গে জোটে যাবেন তা স্পষ্ট করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । তিনি এদিনে বলেন আপ দিল্লির সাতটি আসনে প্রার্থী দেবে এবং একা লড়াই করে জয়ী হবে । কেজরিওয়ালের এই সিদ্ধান্তের  ফলে রাজধানীতে ধাক্কা খেল বিজেপি বিরোধী মহাজোট।

সোমবার এক সংবাদ-মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো বলেন, ‘‘আমরা চেষ্টা করছি, দিল্লির সব আসনে একা লড়াই করার। কারণ কংগ্রেস যে মহাজোট গড়তে নারাজ সেটা আগেই জানিয়ে দিয়েছে। এখনও মনে হচ্ছে, ওরা এই সিদ্ধান্তে অনড়।’’

Advertisement

তিনি বলেন ,কংগ্রেসের সঙ্গে তিক্ত সম্পর্ক থাকা সত্ত্বেও শুধুমাত্র মোদী-শাহ জুটিকে ক্ষমতাচ্যুত করার জন্য এই জোট গড়তে চেয়েছিলাম। এখন দেখছি “আমাদের দু’পক্ষের তিক্ত বিরোধিতা সত্ত্বেও আমি মহাজোটের পক্ষেই ছিলাম। কারণ আমি মনে করি, মোদী-অমিত শাহ জুটিকে ক্ষমতা থেকে সরানোই এখন দেশবাসীর কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। কিন্তু কংগ্রেস বার বার আমার সেই আর্জি খারিজ করে দিয়েছে। তাই সব দরজা বন্ধ এবং আমরা একার ক্ষমতাতেই লোকসভার সব আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × three =