আন্তর্জাতিক 

অস্কার সম্মান পেল ভারতীয় শর্ট ফিল্ম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অস্কার পেল ভারতীয় শর্ট ফিল্ম । আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে  ভারতীয় ছবি পিরিয়ড: এন্ড অব সেনটেন্স  এই সম্মান পেয়ে বিশ্বের দরবারে দেশকে সম্মানিত করলেন প্রযোজক গুনিত মঙ্গার !

এই উপলক্ষ্যে প্রতক্রিয়া দিতে গিয়ে প্রযোজক গুনিত মঙ্গার বলেন ,”পৃথিবীর সব মেয়েদের বলছি! এ কথা জানার সময় হয়ে গিয়েছে যে আপনিই দেবী!” সন্দেহ নেই, এমন উচ্ছ্বাসেই ফেটে পড়ার কথা  তাঁর ছবি । এই কারণেই এই পুরস্কার জয়ের উচ্ছ্বাসের ঢেউ এসে পড়েছে বলিউডে।

Advertisement

স্বাভাবিক, কত ছবিই তো দেশ থেকে অস্কারের মনোনয়ন পায়, পুরস্কার জিতে ফেরে আর কটা! ফলে দিয়া মির্জা, নেহা ধুপিয়ার মতো নায়িকারা টুইট করে ব্যক্ত করেছেন তাঁদের আনন্দ ! না বললেই নয়, ভারতীয় এই ডকুমেন্টারির পরিচালক বিখ্যাত এবং বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ইরানিয়ান-আমেরিকান পরিচালক রায়কা জেহতাবচি। পাশাপাশি, ছবিটি তৈরি হয়েছে লস অ্যাঞ্জেলসের ওকউড স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান দ্য প্যাড এবং তাঁদের শিক্ষিকা মেলিসা বার্টনের উদ্যোগে।

 

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =