আন্তর্জাতিক 

ঢাকায় বিমান অপহরণের চেষ্টা , জরুরি অবতরন করল বিমান ; যাত্রীরা নিরাপদেই আছেন দাবি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার বিকেলে বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান আকাশে অপহরণের চেষ্টা করা হয়। রবিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বিমানটিকে অপহরণের চেষ্টা চালায় অন্তত জন আততায়ী। আগ্নেয়াস্ত্র নিয়ে বিমান অপহরণের চেষ্টা চালায় সে। সূত্রের খবর, বিমানের মধ্যে আততায়ীর গুলিতে আহত হয়েছেন বিমানকর্মী। অন্য সূত্রের দাবি, বিমানের পাইলটের মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণের চেষ্টা হয়। ঘটনাটি ঘটে ভারতীয় সময় বিকেল .১০ মিনিট নাগাদ। তবে বিমানটি শেষে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। 

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের বয়ানে সেদেশের সংবাদমাধ্যম বিডি নিউজ জানিয়েছে, বিমান থেকে সমস্ত যাত্রী নেমে এসেছেন। নেমে এসেছেন চালকরাও। তবে আততায়ী এখনো বিমানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশের আধিকারিক জানিয়েছেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে তা নিশ্চিত। কিন্তু কে বা কারা একাজ করেছে তা এখনই বলা সম্ভব নয়। সূত্রের খবর, বিমানের ভেতরে দুস্কৃতিরা বিমানের ক্রূদের পণবন্দি করে রেখেছে। যদিও বিমানের মধ্যে থাকা জঙ্গিদের থেকে যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × three =