দেশ 

সাফাইকর্মীদের পদসেবা করে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু উচ্চবর্ণে র ভোট নয় , দলিত ভোটও টার্গেট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রধানমন্ত্রী হয়েও সাফাইকর্মীদের পা ধুয়ে সম্মান দেখাচ্ছেন এটা কল্পনাতীত  একেবারেই নজিরবিহীন ঘটনা আর এই কাজটিই করলেন নরেন্দ্র মোদী  প্রয়াগরাজে। কুম্ভমেলায় পুণ্যস্নান করে পূজার্চনা করেই ক্ষান্ত নন মোদী, প্রধানমন্ত্রী নিজে হাতে পদসেবা করলেন। লোকসভা নির্বাচনের আগে দিলেন মাস্টারস্ট্রোক। বুঝিয়ে দিলেন, শুধু উচ্চবর্ণের ভোটই নয়, দলিত ভোটও তাঁর টার্গেট।
শাহিস্নান পূজার্চনার পর তিনি স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আভার পুরষ্কার প্রদান করলেন সাফাইকর্মীদের। সেই অনুষ্ঠানের আগে তিনি সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন নিজের হাতে। পদসেবার পর পর উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন। এত বড় মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তিনি পুরষ্কার তুলে দেন সাফাইকর্মীদের হাতে।সাফাইকর্মীদের সম্মানপ্রদানের পর প্রত্যেকের সঙ্গে বসে কথাও বলেন প্রধানমন্ত্রী। পুরষ্কার প্রদানের পর স্বচ্ছ সেবা সম্মান নামে একটি ডিজিট্যাল প্রকল্পের উদ্ধোধনও করেন মোদী। তারপর সেখান থেকে বেরিয়ে প্রয়াগরাজে পানীয় জলমন্ত্রকের একটি অনুষ্ঠানে যান।
এবার কুম্ভমেলা, আবার বছরই লোকসভা নির্বাচন। তাই সেই সুযোগ কাজে পূর্ণমাত্রায় কাজে লাগালেন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী। যোগীরাজ্যে গিয়ে তিনি একসঙ্গে সপাবসপাকংগ্রেসের ভোটব্যাঙ্কে দেন মোক্ষম আঘাত। শুধু ব্রাহ্মণ ভোট নয়, সাফাইকর্মীদের পদসেবা করে তিনি দলিত ভোটব্যাঙ্কের হানা দেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =