দেশ 

যখন সারা দেশ পুলওয়ামায় হামলার ঘটনায় শোকাহত, তখন দেশের প্রধানমন্ত্রী সন্ধ্যা পর্যন্ত শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিযোগ কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গী হামলায় ৪৯জন সেনা জওয়ান শহীদের জন্য  আসমুদ্র হিমাচল শোকেযখন আচ্ছন্ন ঠিক তখনই জিম করবেট ন্যাশনাল পার্কে একটি তথ্যচিত্রের শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা।

তাঁর অভিযোগ, পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টে ১০ মিনিটে। আর সেদিনই সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম করবেট পার্কে ছিলেন মোদী। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ তিনি ধানগড়ি গেট দিয়ে বাইরে আসেন বলেও সূরযেওয়ালা অভিযোগ করেছেন।

Advertisement

কংগ্রেসের অভিযোগ, যখন সারা দেশ পুলওয়ামা হামলার ঘটনায় শোকাহত, তখন দেশের প্রধানমন্ত্রী সন্ধ্যা পর্যন্ত শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। কোন প্রধানমন্ত্রী এমন কাজ করে? প্রশ্ন তুলেছেন সূরযেওয়ালা

শুধু নরেন্দ্র মোদীকেই নয়, সূরযেওয়ালা আক্রমণ করেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে আলফোন্সকেও। শহিদ সিআরপিএফ জওয়ানের মরদেহের সঙ্গে সেলফি তোলার অভিয়োগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও সেই ঘটনা আলফোন্স অস্বীকার করেছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =