আন্তর্জাতিক 

দুই বাংলা জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের শহিদ মিনারে আয়োজিত হয় শহিদ স্মরণ অনুষ্ঠান। রাতের ঘড়ি ১২ টার কাঁটা ছুঁতেই এদিন সেখানে ভাষা আন্দোলনের শহিদদের রক্তাক্ত অবদানের কথা স্মরণ করার পাশাপাশি শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

তিনিও এদিন ভাষা শহিদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর সঙ্গে সঙ্গেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি’ গানের সুরে বাংলাদেশের শহিদ মিনার মুখরিত হয়ে ওঠে। শুধু বাংলাদেশেই নয়, পদ্মা-গঙ্গা পেরিয়ে এদেশের শান্তিনিকেতনের বিশ্বভারতীতেও পালিত হয়েছে ভাষাদিবস।

Advertisement

কলকাতার রবীন্দ্র সদনে অধ্যাপক ইমানুল হকের উদ্যোগে ভাষা ও চেতনা সমিতির ব্যবস্থাপনায় ২০ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় এই উপলক্ষে অনুষ্ঠান । সারা রাত চলে এই অনুষ্ঠান ।

শ্রদ্ধা জানানো হয়েছে ভাষা শহিদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার দাবিতে বাংলাদেশের রাজপথে নামেন বরকত-রফিক-শফিক-জব্বাররা। আর সেদিনই পাকিস্তানি সেরা গুলিতে মুহূর্তে মৃত্যু বরণ করেন তাঁরা। যে রক্তাক্ত ইতিহাস ভোলেনি বাঙালি, যে রক্তাক্ত ইতিহাসকে স্মরণ করেই ঐতিহ্য মেনে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =