জেলা 

MLA Giasuddin Molla: খুনের মামলায় অভিযুক্তের পক্ষে দাঁড়িয়ে উস্থি থানার গিয়ে পুলিশ অফিসারদের ওপর চোটপাট করে বিতর্কে প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, এবার কি প্রাক্তন মন্ত্রীর বিদায়ের পালা?

বাংলার জনরব ডেস্ক : থানায় গিয়েছিলেন দাদাগিরি দেখাতে, মগরাহাট পশ্চিমের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা । শেষ পর্যন্ত পুলিশের এক রক্ষা মনোভাবে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন শাসকদলের এই বিধায়ক। ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন উস্থি থানার ভোলেরহাট কুয়ো থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। কীভাবে মৃত্যু? অভিযোগ, ওই বৃদ্ধাকে নাকি খুন করেছে তাঁর ছেলেই! অভিযুক্ত পলাতক। এদিকে এই ঘটনার পর জয়ন্ত চৌধুরী নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে উস্তি থানার পুলিস। অভিযোগ, উসকানিমূলক মন্তব্য করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছেন তিনি। খবর পেয়ে থানায় হাজির হন মগরাহাট…

আরও পড়ুন