জেলা 

Communal harmony: হিন্দু বন্ধুকে বাঁচাতে নিজের কিডনি দান করতে স্বাস্থ্য দফতরে চিঠি হাসলু মহম্মদের,“আমার ছেলে মানুষকে বাঁচাতে মনুষ্যত্বের ধর্ম পালন করছে” দাবি কিডনি দাতার বাবার

বাংলার জনরব ডেস্ক : সম্প্রীতির অনন্য নজীর সৃষ্টি করলেন উত্তর দিনাজপুরের পেশায় হাট ব্যবসায়ী বছর একত্রিশের হাসলু মুহাম্মদ। তিনি তাঁর বন্ধুকে কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বন্ধু অচিন্ত্য বিশ্বাসের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাই বন্ধুকে বাঁচাতে একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন হাসলু মুহাম্মদ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের ঢেলপির এলাকার বাসিন্দা হাসলুর। অচিন্ত্যর বাড়ি জেলার কালিয়াগঞ্জ থানার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোরে। সরকারি নিয়ম অনুযায়ী, কেউ স্বাস্থ্য দফতরের কাছে স্বেচ্ছায় কিডনি দেওয়ার জন্য আবেদন করলে, দাতা টাকার বিনিময়ে কিডনি দিতে চাইছেন কিনা, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে।…

আরও পড়ুন