কলকাতা 

খোদ কলকাতা শহরেই অনেক এলাকায় বিএলওদের দেখা মিলছে না, কমিশনের নিয়ম না মানার দায়ে বেশ কয়েকজন বিএলওকে শোকজ করেছে কমিশন, তাতেও সংকট মেটেনি! সাধারণ নাগরিকদের আতঙ্কের মধ্যে রাখা গণতান্ত্রিক শিষ্টাচারের বিরোধী মনে রাখতে হবে নির্বাচন কমিশনকে!

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশনার যতই ঢক্কা নিনাদ করুক না কেন কাজের কাজ যে কিছুই হচ্ছে না তা জলের মতো পরিষ্কার। খোদ কলকাতা শহরেই এখনো পর্যন্ত বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম সঠিকভাবে পৌঁছে দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। কলকাতা শহরের একাধিক জায়গাতেও বিএল ওরা বাড়িতে পৌঁছাচ্ছেন না ফলে ভোটার তালিকায় নাম তুলতে বা নিবিড় সংশোধন অনেকটাই ব্যাহত হচ্ছে বলে নাগরিক সমাজ অভিযোগ করেছেন। যদিও জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন আধিকারিক ও গর্ব করে নানা কথা বললেও কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একাধিক জায়গা…

আরও পড়ুন