কলকাতা 

অমিত অসুস্থ ; বিকল্প হিসাবে রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বিজেপির সভাপতি অমিত শাহ। তাই বিকল্প হিসাবে রাজ্যে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কারণ ২০ জানুয়ারি মালদায় জনসভা করার কথা ছিল অমিত শাহর । ২১ ও ২২ জানুয়ারি আরও চারটি জনসভা ছিল তাঁর। কিন্তু, সর্বভারতীয় সভাপতি এআইআইএমএস ভরতি হওয়ায় সভা অনিশ্চিত হয়ে পড়ে তড়িঘড়ি বিকল্পও ঠিক করে নিতে হয়। সূত্রের খবর, অমিত শাহর জায়গায় বাংলায় আসতে পারেন যোগী আদিত্যনাথ। ২০ জানুয়ারি মালদায় সভা করবেন তিনি। ২১ জানুয়ারি সভা করবেন সিউড়ি ও ঝাড়গ্রামে। তবে ২২ তারিখের সভার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, আজ অমিত শাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহর আপ্তসহায়কের সঙ্গে কথা বলেন তিনি। কথা হয়, রাজ্য সফর নিয়েও। এরপরই বিকল্প পথ উঠে আসে। নেতৃত্ব ঠিক করে, অমিত শাহ না আসতে পারলে সভা করবেন যোগী আদিত্যনাথ। শরীর সুস্থ হলে ২২ জানুয়ারির সভায় আসতে পারেন অমিত।

Advertisement

এবিষয়ে দিলীপবাবু বলেন, “আমি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। অমিতজির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কোনও নেতাকে রাজ্যে পাঠাবে। তবে, ২০ জানুয়ারি মালদায় সভা হবেই। কেন্দ্রীয় নেতৃত্বও সেটা জানিয়েছে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 3 =