জেলা 

শিলিগুড়িতে কংগ্রেসের আইন-অমান্য কর্মসূচিতে লক্ষনীয় ভিড় , মমতা সরকারকে ‘ মদ্যশ্রী ‘ বলে কটাক্ষ দীপার ; রাফাল ইস্যুতে মোদীকে তোপ সোমেনের

শেয়ার করুন
  • 804
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নেতৃত্বে গতকাল জলপাইগুড়িতে আইন-অমান্য কর্মসূচির পর বৃহস্পতিবার শিলিগুড়িতে কংগ্রেস আইন-অমান্য কর্মসূচিকে ঘিরে সাধারন মানুষের মধ্যে ভালো সাড়া পাওয়া গেছে । আজ এই কর্মসুচি উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন । তিনি বলেন,”৩ লাখ টাকা দিয়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছে অনেকে। ৫ লাখ টাকা দিয়ে মিলেছে প্রাইমারি টিচারের চাকরি। এবার নতুন করে শুরু করেছেন, ইনটার্ন করে দেব। ইনটার্ন মানে ? আবার নতুন করে তোলা তোলার একটা উপায়। তৃণমূল নেতারা খুব খুশি হয়ে গেছেন। দিদি আমাদের জন্য নতুন ব্যবসা করে দিয়েছেন। টাকা তোলো, চাকরি করে দেব, লোকসভা নির্বাচন পার করে দেব।”

 

দীপা দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে বলেন , “একটা ছাত্র যদি জিজ্ঞাসা করে আমার ভবিষ্যত কী ? উনি (মমতা ব্যানার্জি) বলবেন কেন ছাত্র উৎসব করে দিয়েছি । একটা যুবক যদি জিজ্ঞাসা করে আমার চাকরি কোথায় ? কেন যুব উৎসব করিয়ে দিয়েছি। এত খেলা, মেলা, কুটির শিল্প হচ্ছে। নতুন করে মদের দোকান দিয়ে দিচ্ছি তোমাদের কাজ নেই ?

Advertisement

কন্যাশ্রী, যুবশ্রীর পর এবার নতুন উপাধি যোগ হবে। মদ্যশ্রী। কে কত মদ খেতে পারবে ? মদ খেয়ে মদ্যশ্রী হবে আর একটা করে পুরস্কার তুলে দেওয়া হবে।”

অন্যদিকে এই সভা থেকে রাফাল ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি বলেন , তিনি বলেন, “রাফাল নিয়ে দুর্নীতি করছে মোদি সরকার। কালো টাকাও দেশে ফেরেনি। মানুষের অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি। দিদি আর মোদি ক্ষমতা আঁকড়ে পড়ে আছেন।”

আজকের জেলভরো কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সী , সরদার আমজাদ আলীসহ অন্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন। মহানন্দা ব্রিজ থেকে পদযাত্রা শুরু হয়। পরে প্রধাননগর এলাকায় গিয়ে আইন অমান্য করেন নেতারা।

 


শেয়ার করুন
  • 804
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 10 =