কলকাতা 

ব্রিগেড সভার আগে আরও দুবার রাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার আগেই আরও দুবার তিনি রাজ্যে সভা করবেন বলে জানিয়েছেন বিজেপি দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।

তিনি আজ জানিয়েছেন ২৮ ও ৩১ জানুয়ারি প্রস্তাবিত এই দু’দিনে প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। তিনি রাজ্যের কোথায়  সভা করবেন তা অবশ্য এখনও জানানো হয়নি। আজ BJP রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা। বলেন, “২০-২২ জানুয়ারি আমাদের পাঁচটি জনসভাই হবে। আশা করি জনসভায় সর্বভারতীয় সভাপতি অমিত শাহ উপস্থিত থাকতে পারবেন। যদি কোনও কারণে তিনি না থাকেন তাঁর পরিবর্তে অন্য কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা উপস্থিত থাকবেন। মূল কথা, পাঁচটি প্রস্তাবিত সভা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে হচ্ছেই হচ্ছে। ৮ ফেব্রুয়ারি ব্রিগেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভাও হবে। এছাড়া ২৮ ও ৩১ জানুয়ারি রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। ওই দু’দিন কোথায় জনসভা হবে সেটা পরবর্তী সময়ে জানানো হবে।”

Advertisement

তবে, বিজেপি সূত্রে খবর, সভা দুটি হতে পারে জলপাইগুড়ি ও ঠাকুরনগরে। যদিও এবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × three =