দেশ 

প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করলেন উপরাষ্ট্রপতি

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। সোমবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে আইনি পরামর্শ অনুযায়ীই প্রধান বিচারপতির বিরুদ্ধে বিরোধীদের আনা ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও প্রধানবিচারপতিকে সরাতে ফের নতুন করে ঘু্ঁটি সাজাতে শুরু করছেন বিরোধীরা। আগেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হয়ে গেলে বিরোধীরা সুপ্রিম কোর্টে যাবে। সেই মতো এদিন কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানিয়েছেন, আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, প্রধান বিচারপতিকে সরাতে চেয়ে গত শুক্রবার কংগ্রেস সহ সাত বিরোধী দলের মোট ৭১ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত ইমপিচমেন্ট নোটিশ উপরাষ্ট্রপতিকে দেওয়া হয়েছিল। দেশের ইতিহাসে এবারেই প্রথম প্রধানবিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল বিরোধীরা।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ