জেলা 

এপিডিআর এর দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: APDR এর দক্ষিণ ২৪ পরগনা জেলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ডায়মন্ডহারবার শহরে। রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে জেলার বিভিন্ন শাখা থেকে ৪০ জন
প্রতিনিধি যোগদান করেন বলে জানিয়েছেন
সম্পাদক শেখ আলতাফ আহমেদ।

সম্মেলনে আলতাফ দেশে ধর্মীয় ফ্যাসিবাদের বিপদকে মানবাধিকার আন্দোলনের বড়সড় বাধা বলে মন্তব্য করেন।
সেই  সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গোরক্ষার নামে যে নিধনপর্ব চলছে তার পাশাপাশি ধর্ষনের ঘটনা সম্প্রতি প্রবলাকার ধারন করেছে বলে মন্তব্য করে তারও তীব্র নিন্দা করেন তিনি।  যার প্রভাব আন্তর্জাতিক স্তরেও পড়বে বলে মনে করেন আলতাফ।

Advertisement

কেন্দ্রের পাশাপাশি  এরাজ্যেরও কড়া সমালোচনা করেন এপিডিআর এর উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক।  পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে যে হিংসাত্মক চিত্র দেখা গিয়েছে বলে  অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগদীশ সরদার, প্রবীর মিশ্র, নেপাল হালদার, সরোজ বসু, মিঠুন মন্ডল প্রমুখ। দেবব্রত ভট্টাচার্য, গালিব ইসলাম, জয়ন্ত সিনহা ও রঞ্জিত শূরকে নিয়ে গঠিত হয় এদিনের প্রেসিডিয়াম। সর্বসম্মতিক্রমে ১৭ জনের একটি জেলা কমিটি এদিন গঠিত হয়। সম্পদক হন শেখ আলতাফ আহমেদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 + three =