জেলা 

পঞ্চায়েতের দ্বিতীয় দফার মনোনয়নেও অশান্তি, মৃত ১ (ফাইল চিত্র)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়নের দিনেও মুর্শিদাবাদের কান্দি থেকে শুরু করে, বীরভূমের সিউড়ি কিংবা বর্ধমানের দূর্গাপুর সহ রাজ্যের বিভিন্নপ্রান্তে অশান্তি অব্যাহত। কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া, কোথাও বিরোধীদের মারধর করা কোথাও বা সাংবাদিক পেটানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, বীরভূমের সিউড়িতে মিছিল করে সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মমীরারা। অভিযোগ, সেই সময়েই বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি বোমাবাজি করে শাসকদল আশ্রীত কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় গুলিবিদ্ধ হন তিন বিজেপি কর্মী। এদের মধ্যে বিলাল সেখ নামে এক কর্মী মারা গিয়েছে। গুলিবিদ্ধ শ্যামসুন্দর গড়াই সহ বাকি অন্যজনকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

দুর্গাপুরে মহকুমাশাসকেরর দপ্তরে সোমবার মনোনয়নের খবর করতে গিয়ে বহিরাগতদের হাতে গুরুতর আক্রান্ত হয়েছেন বেসরকারী বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক ও সংবাদপত্রের প্রতিনিধিরা।ঘটনায় প্রায় ১০ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে মহকুমাশাসক দপ্তর ও দুর্গাপুরের আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন বিকাশ সেন ও সঞ্জয় দে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, পুলিসের সামনে দুষ্কৃতীরা ১৪৪ ধারা থাকা কালীন হামলা চালিয়েছে। এছাড়া মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের কান্দিতেও বিরোধীদের সঙ্গে ঝামেলা হয়েছে শাসকদলের।  এর পর কান্দি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন কংগ্রেস কর্মীটরা।  এই ন্দ্র

ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো নিন্দার ঝড় সাংবাদিক মহলে, সাথে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + four =