কলকাতা 

Primary Teacher Recruitment : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাসকে যুক্ত করার নির্দেশ আদালতের, সামনে এলো রঞ্জনের আসল নাম

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় প্রাক্তন সিবিআইয়ের অধিকর্তা উপেন বিশ্বাস কথিত রঞ্জন এবার সিবিআইয়ের মামলার সঙ্গে জড়িয়ে গেলেন। একইসঙ্গে কলকাতা হাইকোর্টের সামনে চলে এলো রঞ্জন এর আসল নাম। তার নাম চন্দন মন্ডল। উত্তর 24 পরগনার আক্তার মামা ভাগিনা গ্রামের বাসিন্দা।

গত কাল বুধবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় উপেনকেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন। তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলেছে কোর্ট। ১৫ জুন এ ব্যাপারে কোর্টে প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিবিআইকে। প্রয়োজনে চন্দনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই, জানিয়েছে আদালত।

Advertisement

সৌমেন নন্দী নামে এক চাকরিপ্রার্থী প্রাথমিকে নিয়োগ-কেলেঙ্কারি নিয়ে মামলা করেছিলেন। সৌমেনের আইনজীবী ফিরদৌস শামিম বুধবার জানান, ৮৭ জনকে ­­­­বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সেই মামলাতেই চন্দনের নাম উঠে এসেছে। আদালতকে ধন্যবাদ জানিয়ে এদিন সংবাদমাধ্যমে উপেন বলেন, ‘‘আমি আদালতকে সাহায্য করব। যদি দেখি, সিবিআই ঠিকমতো কাজ করছে না, তা হলে তা-ও আদালতকে জানাব। আমি ছাড়ব না।’’

এ দিকে, চন্দনের বাড়ি বুধবারও ছিল তালাবন্ধ। বেশ কিছু দিন ধরেই তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন পাড়া-পড়শিরা। তাঁর সঙ্গে যোগাযোগও করা যায়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ