কলকাতা 

বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন তার সব দায় ও দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে দাবি বিজেপি নেতা মুকুল রায়ের

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  কোন ঘটনা ঘটলে আমাদের মুখ্যমন্ত্রী শুধু দুঃখপ্রকাশ করেই দায় এড়াচ্ছেন। আর দমকল মন্ত্রী তথা মেয়র ব্যস্ত রয়েছেন নিজের পারিবারিক জীবন নিয়ে। আজ বাগরি মার্কেটে গিয়ে এই অভিযোগই করলেন বিজেপি নেতা মুকুল রায়।

বাগরি মার্কেটের ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেন মুকুল রায়। বলেন, “১২ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। এখনও নেভেনি। কত মানুষের জীবনহানি হতে পারে ? কত সম্পত্তি নষ্ট হতে পারে ?  তার কোনও পরিমাপ নেই। দমকল মন্ত্রী এবং মেয়র নিজের পারিবারিক জীবনে এত ব্যস্ত যে এদিকে ধ্যান দেওয়ার এখন সময়ই পাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দুঃখপ্রকাশ করে তাঁর কাজ সারছেন। আরও অনেক আগে এদের কমান্ডো ডাকার দরকার ছিল। যে ল্যাডার কিনেছে তা খোলে না। ”

Advertisement

তিনি আরও বলেন, “এই যে বিধ্বংসী আগুন তার সব দায় ও দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। একটা উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে যে কেন এই আগুন লেগেছে। কাউকে জিজ্ঞাসা করলে বলবে, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। কিন্তু, কেন এই ঘটনা ঘটছে তার তদন্ত করতে হবে।”


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ