কলকাতা 

সেফ ড্রাইভ ও সেফ লাইফ প্রকল্প চালু হওয়ার পর দূর্ঘটনার হার কমেছে দাবি মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সেফ ড্রাইভ ও সেভ লাইফ প্রকল্প হাতে নেওয়ায় রাজ্যে পথ দূর্ঘটনার হার উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এই প্রকল্পকে আরও সফল করতে হলে সাধারন মানুষকে সচেতন করতে হবে। গতি রোধে গাড়ীতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানোর জন্যে চালকদের পরামর্শ দেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মঞ্চ পুলিশ ফুটবল অ্যাকাদেমির উদ্বোধন করেন।  প্রশাসন স্তরে ভাল কাজের জন্য বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে পুরস্কার দেওয়া হয় । এদের মধ্যে দার্জিলিং এর পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদি ও বীরভূমের পুলিশ সুপার কুনাল আগরওয়াল হাতে মুখ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন।

Advertisement

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × one =