জেলা 

উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা কর্মসূচি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক : আজ বৃহস্পতিবার উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খানের নেতৃত্বে বিভিন্ন ধরনের স্বাস্থ্য কর্মী, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও সমাজের সর্বস্তরের আপামর জনসাধারণের উপস্থিতি ও অংশগ্রহণ করে নির্মল বাংলা ও ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথপরিক্রমা প্রচার পত্র বিলি ও স্পেরে, ব্লিচিং পাউডার ছড়ানো,মষামারা কামন দিয়ে ধোঁয়া ছাড়া হলো ।এস ডি ও অফিস কোর্ট প্রাঙ্গণ থেকে উলুবেড়িয়া থানা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্রচার ও জনসংযোগ গড়ে তোলা হয়।

পথচলতি আপামর জনসাধারণ ও উলুবেড়িয়া মহকুমা অফিস, কোর্টে আসা মানুষ জন ও এলাকাবাসী যারপর নাই ভীষণ খুশি, উপকৃত হবেন দাবি করেন ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খাঁন । স্বচ্ছতা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করলেন ও পৌরসভার পরিচ্ছন্নতা গাড়িতে নোংরা আবর্জনা পরিষ্কার করলেন এই বিশেষ অভিযানের মাধ্যমে। পথচলতি স্কুল ছাত্রী সিরাজাম মনিরা বলেন ঠিক এই ভাবে প্রতি নিয়ত নজরদারি চালাতে পারলে ভালো হতো,এই উদ্যোগ নেওয়ায় অভিনন্দন জানাই।

Advertisement

এস ডি ও অফিসে কাজ আসা সেখ রফিক আলী বলেন , এই ভাবে কি পৌরসভা ও গ্রামীণ এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্রচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এলাকাবাসী উপকৃত হবেন।মশা বাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য সম্বলিত প্রচার পত্র বিলি করা হয় ও ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ডেঙ্গু জ্বরের প্রকোপ কমাতে ও প্রতিরোধ করতে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা বাড়ি গৃহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সকলকে আহ্বান করেন গৃহ বধু আম্বিয়া বেগম।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 1 =