দেশ 

বিহারে এনসেফেলাইটিসের মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ; পরিদর্শনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বিজেপি ও জেডি(ইউ)-র জোট সরকারের আমলে বিহারে এনসেফেলাইটিসের প্রকোপ ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠছে। রাজ্যের ১২টি জেলার ২২২টি ব্লক অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমের সংক্রমণ অব্যাহত। সব চেয়ে বেশি প্রভাব পড়েছে মুজফ্ফরপুর ও সংলগ্ন এলাকায়। এনসেফেলাইটিসে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এ পর্যন্ত বিহারে এনসেফেলাইটিসে ৬৮টি শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে। জ্বর, মাথাব্যথার মতো এনসেফ্যালাইটিসের একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৮০ জন।

বিহারের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে মুজফ্ফরপুরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সঙ্গে থাকবেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। শনিবার পাটনায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি নিত্যানন্দ রায়। রাজ্যে বেড়ে চলা শিশুমৃত্যুর জেরে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। পাটনা থেকে মুজফ্ফরপুরের হাসপাতালেও যান তিনি। কেন্দ্রের চিকিত্সকদের একটি দল বিহারের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন।

Advertisement

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 2 =