জেলা 

খুন তৃণমূল নেতা , খানাকুল যাচ্ছেন অভিষেক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  নির্বাচন উত্তর হিংসায় প্রতিদিনই খুন হচ্ছে রাজনৈতিক কর্মী । শনিবার সকালে মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুন হওয়ার পর একই দিনে রাতে হুগলী জেলার খানাকুলে খুন হলেন পঞ্চায়েত সমিতির সদস্য । তাকে দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল । অভিযোগের তীর বিজেপির দিকে । দলীয় কর্মীর খুন ঘিরে গতকাল রাতেই খানাকুল থানা ঘেরাও করে শাসক দল তৃণমূল । আজ খানাকুল যাচ্ছেন তৃণমূল সাংসদ ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সংবাদে প্রকাশ ,শনিবার সন্ধেয় খানাকুলের হরিশচকে তৃণমূল কার্যালয়ে বসেছিলেন খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রাক্তন কর্মাধ্যক্ষ মনোরঞ্জন পাত্র(৫৬)। সে সময় কিছু লোক এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায় দলীয় কার্যালয়ের কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে।

Advertisement

অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় মনোরঞ্জনকে খুঁজতে বের হন বাড়ির লোকজন। এর মধ্যেই এলাকার লোকজন মাঠের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে আত্মীয়দের খবর দেন। সেখান থেকে উদ্ধার করে তাঁকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই খুনের সঙ্গে জড়িত। বিজেপি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে রাতেই আরামবাগে আসার কথা তৃণমূলের আরামবাগের দায়িত্বে থাকা দিলীপ যাদবের। রবিবার খানাকুলে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতে পুলিসি নিষ্কৃীয়তার প্রতিবাদে খানাকুল থানায় বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + 14 =