জেলা 

চার পুরসভার পর দার্জিলিং পুরসভাও দখল করতে চলেছে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণবঙ্গের পুরসভাগুলিকে টার্গেট করার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুরসভাকে টার্গেট করেছে বিজেপি । এর মধ্যে দার্জিলিং পুরসভা কয়েকদিনের মধ্যে বিজেপি দখল করতে চলেছে । এই পুরসভায় এখন ক্ষমতায় রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং গোষ্ঠীর হাতে ।

আজ বুধবার পরসভার ১৮ জন কাউন্সিলার পুরপ্রধান প্রতিভা রাই তামাংয়ের কাছে এক স্মারকলিপি পেশ করেন। সেখানে জানানো হয় যে, তাঁরা বিনয়পন্থী মোর্চার সঙ্গ ত্যাগ করে বিমল গুরুংপন্থী মোর্চায় যোগ দিয়েছেন। কাউন্সিলার নোমান রাইয়ের নেতৃত্বে তাঁরা পুরসভার বর্তমান বোর্ডের প্রতি অনাস্থাও প্রকাশ করেন। পুরপ্রধানকে জানানো হয়, দিনই তাঁরা অনাস্থা আনবেন বর্তমান বিনয়পন্থী পুরবোর্ডের বিরুদ্ধে।

Advertisement

দার্জিলিং পুরসভার ৩২ জন কাউন্সিলর। তার মধ্যে একজন টিএমসি-র বাকি ৩১ জনই নির্বাচিত হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি হিসাবে। সেই সময়ে মোর্চা ছিল অবিভক্ত। বিনয় তামাং২০১৭ সালে বিমল গুরুংয়ের সঙ্গ ত্যাগ করেন। এর পর গুরুং পাহাড়ছাড়া হয়ে যান।তখন ৩১ জন মোর্চা কাউন্সিলরই বিনয়শিবিরে যোগ দেন।

কিন্তু রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হতে থাকে লোকসভা নির্বাচনের পর থেকেই। লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিপুল ভোটে জয়ের মাধ্যমে পাহাড়ে বিমল গুরুংপন্থী মোর্চার প্রভাব ফের প্রমাণিত হয়। দীর্ঘদিন পর ফের একবার বিমল গুরুং পাহাড়ে তাঁর প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনেন। এরপরেই বিনয় তামাংয়ের নেতৃত্বে থাকা বর্তমান জিটিএ ভেঙে দেওয়ার দাবি তোলেন বিমল গুরুং এবং জিএনএলএফ। তারই মাঝে দার্জিলিং পুরসভায় অনাস্থা এনে বিনয় তামাং এবং শাসক তৃণমূলকে বড় ধাক্কা দিল বিমল গুরুং এবং বিজেপি।

দিন অনাস্থা প্রস্তাব আনার পরেই পুরসভা ভবনের সামনে থেকে আটক করা হয় বিমলপন্থী মোর্চার বর্তমান মুখপত্র বিপি বজগাইনকে। তাঁকে আটক করার সঙ্গে সঙ্গে উত্তেজনা তৈরি হয় গোটা শহর জুড়েই। জেলা পুলিশ সুপার অমরনাথ তাঁকে আটক করার কথা স্বীকার করলেও, কী কারণে আটক করা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কি না তা স্পষ্ট করেনি পুলিশ। 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − two =