দেশ 

ডিটিএইচ পরিষেবাতেও পোর্টি-এর সুবিধা দিতে চায় ট্রাই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবার থেকে ঠিক মতো পরিষেবা না পেলে যেমন মোবাইল নম্বর ‘পোর্ট’ করে বিকল্প কেম্পানীর সিমের পরিণত করা যায় । ঠিক তেমনভাবে এ বার ডিটিএইচ পরিষেবা পছন্দ না হলে বদলে ফেলতে পারবেন সার্ভিস প্রভাইডার। এমনই ব্যবস্থা চালু করতে চলেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অব ইন্ডিয়া ।

মাসের পর মাস মোটা টাকা গুনেও পছন্দের চ্যানেল প্রায়ই দেখতে পান না, এমনটা অনেকের সঙ্গেই হয়েছে। ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থার হেল্প লাইনে অভিযোগ জানিয়ে তবে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। অনেক ক্ষেত্রে বার বার অভিযোগ জানিয়েও তেমন ফল মেলে না।

Advertisement

এমনই নানা সমস্যায় মাঝে মধ্যেই পড়তে হয় ডিটিএইচ গ্রাহকদের। এ বার এই সব সমস্যার সমাধান করতে এই পরিষেবাতেও ‘পোর্টিং’-এর সুবিধা আনতে চলেছে ট্রাই। এক সংস্থার সেট টপ বক্সে অন্য সংস্থার  পরিষেবা চালু করার ক্ষেত্রে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। ট্রাই চাইছে সেট টপ বক্স না পাল্টে, কেবল অপারেটর  পরিষেবা প্রদানকারী সংস্থা বদলে ফেলার সুবিধা চালু করতে। অন্তত এমনটাই দাবি, ট্রাই-এর চেয়ারম্যান আর এস শর্মার।দীর্ঘদিন ধরেই ডিটিএইচ পরিষেবাতেও এই ব্যবস্থা চালু করতে চাইছে ট্রাই। কিন্তু কেবল অপারেটর বা ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আপত্তিতে তা এত দিন থমকে ছিল। এ ক্ষেত্রে কেবল অপারেটর বা  পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির যুক্তি হল, এক একটি সেট টপ বক্সে আলাদা আলাদা সফ্টওয়্যার লোড করা থাকে। ফলে অন্য কোনও সংস্থার পরিষেবা তাতে চালানো সম্ভব নয়।

তবে এই যুক্তি উড়িয়ে দিয়ে ট্রাই-এর দাবি, বাজারে এমন সেট টপ বক্স নিয়ে আসার চেষ্টা চলছে যেখানে তেমন কোনও সফ্টওয়্যার লোড করা থাকবে না। মোবাইলের মতোই থাকবে একটি কার্ড স্লট। যেখানে যে কোনও সংস্থার ডিটিএইচ কার্ডই ভরে নেওয়া যাবে। তবে গোটা বিষয়টাই এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two − one =