আন্তর্জাতিক 

আমেরিকায় বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী! বন্দী অবস্থায় কী বার্তা দিলেন?

শেয়ার করুন

শনিবার ভেনেজুয়েলায় হামলার পর সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনা। সম্প্রতি মাদুরোর একটি ছবিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রকাশ্যে এল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও। সেখানে প্রথম বার্তায় মাদুরো বলেন, “হ্যাপি নিউ ইয়ার।”

ভারতীয় সময় শনিবার গভীর রাতে হোয়াইট হাউসের র‍‍্যাপিড রেসপন্স এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, হাতে হাতকড়া পরিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিউ ইয়র্কে মার্কিন মাদক নিয়ন্ত্রক সংস্থার সদর দফতরের নিয়ে যাচ্ছেন আধিকারিকরা। সেই সময় হাসিমুখে তাঁকে বলতে শোনা যায়, “শুভ রাত্রি। হ্যাপি নিউ ইয়ার।”

Advertisement

ভেনেজুয়েলায় হামলা চালানোর পরই সস্ত্রীক মাদুরোকে ‘অপহরণ’ করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনার ডেল্টা বাহিনী। সিএনএন সূত্রের খবর, মার্কিন সেনা যখন হামলা চালায়, সেই সময় স্ত্রীর সঙ্গে বেডরুমে ঘুমোচ্ছিলেন মাদুরো। সেখান থেকেই তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্স। বর্তমানে তাঁদের রাখা হয়েছে নিউ ইয়র্কের কারাগারে। জানা গিয়েছে, মাদুরো এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো বিস্ফোরক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে মার্কিন আদালতে। সেই সবকিছু বিচারের জন্যই তাঁদের আমেরিকায় নিয়ে আসা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ