রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশই দিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। হাই কোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র ভোট নিয়ে তাঁদের অবস্থান জানতে চায়। দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। এর আগেও হাই কোর্ট এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।
দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট হয়নি। এই নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট কলেজ এবং স্কুলের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয়। এই মর্মে উচ্চশিক্ষা দফতরকে নোটিশ জারি করতে বলে।
