কলকাতা 

বাংলা থেকে নিম্নচাপ সরে গেলেও ঝড়-বৃষ্টি চলবে

শেয়ার করুন

পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। রয়েছে ঘূর্ণাবর্তও। এ সবের প্রভাবে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ এখন সরে ঝাড়খণ্ডে গিয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ঝড়খণ্ডের উপর দিয়ে এগোচ্ছে। মৌসুমি অক্ষরেখা এখন শ্রীগঙ্গানগর, রোহতক, কানপুর, বারাণসী, ঝাড়খণ্ড, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত। এ সবের প্রভাবে সারা রাজ্যে ঝড়বৃষ্টি চলবে।

Advertisement

আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)-র জন্য দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ