আন্তর্জাতিক 

ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা সংবিধান বিরোধী বলে অভিহিত করলেন মার্কিন আইন প্রনেতারা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর সামরিক হামলা চালানোর বৈধতা নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তুলেছেন। অনেকেই অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন।

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।যদিও অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তবুও অন্তত দুইজন রিপাবলিকান কংগ্রেসম্যান ডেমোক্র্যাটদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থি।

Advertisement

ওহাইওর রিপাবলিকান প্রতিনিধি ওয়ারেন ডেভিডসন, যিনি সাধারণত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হতে পারে, কিন্তু এটিকে সংবিধানসম্মত বলা কঠিন।’

কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি ট্রাম্পের ঘোষণার জবাবে বলেন, ‘এটি সাংবিধানিক নয়।’তিনি এই সপ্তাহে একটি দ্বিদলীয় প্রস্তাবনা উত্থাপন করেন, যেখানে বলা হয়েছে, কংগ্রেস কর্তৃক যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিষিদ্ধ থাকবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ