কলকাতা 

বিজেপির রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন আইনজীবী ও কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে বিগত কয়েকমাস ধরে প্রচার চলছে । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিসন বেঞ্চ হয়ে রথযাত্রায় অনুমতি দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি । মঙ্গলবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট । দেশের শীর্ষ আদালত বলেছে , রথযাত্রা করতে পারবে না বিজেপি । এই রায় বের হওয়ার পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উল্লসিত । বলা হচ্ছে , লোকসভা ভোটের আগে আদালতেই বিজেপি হেরে বসেছে । অতএব বিজেপি-র এই রাজ্যে কোনো ভবিষ্যৎ নেই ।

আজকের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী , প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী । তিনি আজ বলেছেন , বিজেপি দল রথযাত্রার নাম করে এই রাজ্যে রাজনৈতিকভাবে ধর্মীয় মেরুকরনের চেষ্টা করছিল । সুপ্রিম কোর্টের আজকের এই রায়ের ফলে বিজেপির উদ্দেশ্য অনেকটাই ব্যর্থ হল । দ্বিতীয়ত , বিজেপির রথযাত্রায় সুপ্রিম কোর্ট অনুমতি না দিয়ে দেশের রাজনীতিতে ধর্মকে  রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা থেকে অনেকটাই মুক্ত করতে পেরেছে , একই সঙ্গে সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে কথা বলা হয়েছে তাকে সুরক্ষিত করেছে সুপ্রিম কোর্টের আজকের রায় ।

Advertisement

তিনি আরও বলেন , ধর্ম ব্যক্তিগত বিষয় , সেই ধর্মীয় আবেগ যখন রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয় তখনই দেশে ধর্মনিরপেক্ষ আদর্শ বিপন্ন হয়ে পড়ে । আমাদের দেশের শীর্ষ আদালত বিজেপির রথযাত্রাকে বন্ধ করে সংবিধানকেই মান্যতা দিল । আদালতে কাছে এটাই আমাদের প্রত্যাশা ছিল । আদালত সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আমি মনে করি । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , তবে একথা স্বীকার করতে হবে যে, রথযাত্রা নিয়ে বিজেপি এই রাজ্যে সবচেয়ে বেশি প্রচার পেয়েছে । এটাই তাদের উদ্দেশ্য ছিল বলে সরদার আমজাদ আলী মনে করেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ