Elon Mask: ট্রাম্প – মাস্কের সম্পর্ক ফের স্বাভাবিক ছন্দে ফিরছে! বাকযুদ্ধের জন্য অনুতপ্ত শিল্পপতি
বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এতদিন ধরে যে বাক যুদ্ধ চালাচ্ছিলেন শিল্পপতি ইলন মাস্ক তা নিছক গটআপ ছিল। কারণ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অযথা বেফাস মন্তব্য করার জন্য তিনি বলেছেন বাড়াবাড়ি করে ফেলেছি, ঘুরিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দু’দিন আগে পর্যন্তও ট্রাম্পের বিরোধিতা করে সমাজমাধ্যম ভরিয়ে দিয়েছিলেন মাস্ক। এ বার ডিগবাজি খেয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টায় নামলেন টেসলা-কর্তা।
বুধবার স্থানীয় সময় গভীর রাতে এক্স হ্যান্ডলে এক সংক্ষিপ্ত বার্তায় মাস্ক লেখেন, ‘‘ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত! বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’’ ‘সুন্দর বিল’কে কেন্দ্র করে শুরু হয় ট্রাম্প-মাস্ক দ্বৈরথ। যে মাস্ককে কিছু দিন আগে জড়িয়ে ধরেছিলেন ট্রাম্প, যাঁর জন্য হোয়াইট হাউসে গড়ে দিয়েছিলেন আলাদা দফতর, সেই তিনিই হয়ে উঠেছিলেন তাঁর সরকারের পথে অন্যতম ‘কাঁটা’। শুধু তা-ই নয়, ট্রাম্প নিজের মুখেই জানান, মাস্কের সঙ্গে তাঁর সব সম্পর্ক শেষ! মাস্কও থেমে থাকেননি। সুর চড়িয়েছেন তাঁর একদা বন্ধুর বিরুদ্ধেই। তবে এ বার সেই মাস্কের সুর যেন বেশ কিছুটা নরম।

ট্রাম্প-মাস্কের বিরোধের সূত্রপাত একটি বিলে ট্রাম্পের স্বাক্ষর করার পর থেকেই। ট্রাম্প নিজেই সেটিকে ব্যাখ্যা করেছেন ‘বড় ও সুন্দর বিল’ হিসাবে। কিন্তু সেই বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাস্ক। তাঁর আশঙ্কা, সরকারি দক্ষতা বিষয়ক দফতর (ডিওজিই) এত দিন যে কাজ করে আসছিল, তা ব্যর্থ হবে! শুধু আশঙ্কাপ্রকাশ করেই ক্ষান্ত হননি মাস্ক। ডিওজিই থেকে ইস্তফাও দেন।