আন্তর্জাতিক দেশ 

বন্দি বিনিময় হল পাকিস্তানের সঙ্গে, বাংলার পূর্ণম মুক্তি পেলেন, বিনিময়ে পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত

শেয়ার করুন

সংঘর্ষবিরতির পরে ‘বন্দি বিনিময়’ করল ভারত-পাকিস্তান। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে বুধবার সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত।

গত ২৩ এপ্রিল (পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন) পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। বস্তুত, আগের দিনই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা ২৬ জন নিরাপরাধ মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানউতরের সৃষ্টি হয়।

Advertisement

ঘটনাক্রমে গত ৩ মে রাজস্থানে সীমান্ত লঙ্ঘন করে প্রবেশের জন্য বন্দি হন এক পাক রেঞ্জার। তার পর বেশ কয়েক বার ‘ফ্ল্যাগ মিটিং’ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং পাক রেঞ্জার্সের। কিন্তু জট কাটছিল না। গত ১০ মে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রেক্ষিতে সমস্যা সমাধানের আশা করা হয়েছিল। অবশেষে বুধবার দুই দেশই বন্দিদের প্রত্যর্পণ করল তাঁদের দেশে।

সকালে ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে ছাড়া হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণমকে। তিনি ২০ দিন পরে মুক্তি পেয়ে দেশে ফিরলেন। অন্য দিকে, পাকিস্তানি রেঞ্জার মোহাম্মদ্দুল্লাহ্‌কেও মুক্তি দিয়েছে ভারত বলে জানিয়েছে পাকিস্তানের সংমাধ্যম। জানা যাচ্ছে, বুধবার সকালেই ওই পাক রেঞ্জারকে তাঁর দেশে ফিরিয়েছে ভারত। প্রোটোকল মেনে দুই দেশ বন্দিদের হস্তান্তর কার্যকর করেছে। বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, তাদের কনস্টেবল পূর্ণমের প্রত্যর্পণ সম্ভব হয়েছে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে নিয়মিত ‘ফ্ল্যাগ মিটিং’ এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টার কারণে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ