নবাব আব্দুস সাত্তার এন্ড ওয়াছেল মোল্লা ট্রাস্টের গাড়ি পার্কিং এর নয়া উদ্যোগের উদ্বোধন হলো
মতিয়ার রহমান : দারুল উলুম কুচিয়া আকড়া সিনিয়র মাদ্রাসা, আকড়া হাই মাদ্রাসা ,আকড়া গার্লস হাই মাদ্রাসা, আকরা হাই মাদ্রাসা অবৈতনিক বিদ্যালয়, হোস্টেল, জামে মসজিদ সহ সুবিশাল বাজার নির্মিত হয়েছে নবাব আব্দুস সাত্তার এন্ড ওয়াছেল মোল্লা ট্রাস্টের জমির উপর। দীর্ঘ ১০০ বছর ধরে ট্রাস্ট আকড়া অঞ্চলের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পড়াশোনার মানোন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ চালিয়ে যাচ্ছে।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বাজারে আগত সাধারণ মানুষ যানজটের সমস্যায় ভুগছে। এই জটিল সমস্যার হাত থেকে মুক্তির জন্য ফুটপাত দখল করে বসে থাকা ব্যক্তিদের উচ্ছেদ করে যাতে সাইকেল এবং বাইক রাস্তার ধারে রেখে চলে গিয়ে সাধারণ মানুষের অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য ট্রাস্ট এক মেঘা সাইকেল ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা করেছে যার উদ্বোধন হলো বুধবার ১১ টায়। ফিতা কেটে এর উদ্বোধন করলেন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মুফতি রাষ্ট্রের যুগ্ম সম্পাদক শফিক আহমেদ মোল্লা ওরফে গোল্ডেন এবং কুতুব উদ্দিন মোল্লা ট্রাস্টের দুই শিক্ষক সদস্য মোঃ মতিউর রহমান এবং মোঃ নাসির উদ্দিন মোল্লাএবং ট্রাস্টের প্রাক্তন সম্পাদক জনাব সাইফুদ্দিন মোল্লা। সম্পাদক শফিক আহমেদ মোল্লা বলেন আমাদের পূর্বপুরুষরা যে বিশাল সম্পত্তি দান করে গেছেন তার উপর আজ চারটি মাদ্রাসা মসজিদ বাজার গড়ে উঠেছে সেগুলোর দেখাশোনা করা, উন্নয়ন করা এবং এই সম্পত্তির যাতে কেউ ক্ষতি সাধন করতে না পারে সেদিকে নজর দেওয়া ও আমাদের দায়িত্ব।
সেই দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আগামী দিনে আমরা মুসলিম মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ক্ষেত্রে যাতে বইপত্র ফ্রি কোচিং এবং আর্থিক সুবিধা পায় তার ব্যবস্থা করব। গরিব দুস্থ মেধাবী মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা ফ্রি চিকিৎসা পরিষেবা প্রদান করার পরিকল্পনা আমাদের রয়েছে। সকলের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমরা নিশ্চয়ই সমস্ত কাজে সফল হব এই আশা ভরসা রাখি।