কলকাতা 

“দুর্নীতির আগুন পুড়ছে ভবিষ্যৎ—শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তৃণমূল বিজেপির অনুসারী” : হাসিবুল ইসলাম

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিকাশ ভবনে গতকাল শিক্ষকদের মারধরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে ২৫,৭৩৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এসএসসি-কে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে। আমরা ন্যায়ালয়ের রায়কে শ্রদ্ধা জানাই, তবে শুধু অযোগ্যদের বাদ না দিয়ে যে ভাবে যোগ্য অযোগ্য সবারই চাকরি বাতিল করেছে তা অত্যন্ত দুঃখজনক।

গতকাল চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলাকালীন বিকাশ ভবনের কর্মীরা আটকে পড়েন। তাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং শেষপর্যন্ত লাঠিচার্জের ঘটনা ঘটে। পুলিশের দাবি অনুযায়ী, শেষ পর্যন্ত শান্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে গেলেও পরিস্থিতি সামাল দিতেই বলপ্রয়োগ করা হয়েছে। অন্যদিকে চাকরিহারাদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন, পুলিশ-প্রশাসনের অমানবিক ব্যবহারে উত্তেজনা তৈরি হয়। SDPI মনে করে, এই সংঘাতের জন্য প্রশাসনের অপারদর্শিতা এবং রাজনৈতিক হস্তক্ষেপই মূলত দায়ী।

Advertisement

বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী পুলিশের আক্রমণের আগে এক দল মস্তান ও গুন্ডা বাহিনী শিক্ষকদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরে সাথ দেয় পুলিশ। শিক্ষকদের উপর এই আক্রমণ নিষ্ঠুর, নির্মম ও পৈশাচিক। সমগ্ৰ শিক্ষক সমাজের উপর আক্রমণ। পুলিশের সাথে সাথ দেওয়া এই গুন্ডারা তৃণমূল আশ্রিত হতে পারে, অথবা বিজেপির পোষিত হতে পারে।

SDPI রাজ্য সরকার ও প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছে—

1. চাকরি হারানো শিক্ষকদের স্বচ্ছ, ও মানবিক পদ্ধতিতে দ্রুত পুনর্বহাল করতে হবে।

2. তদন্তের মাধ্যমে শিক্ষক নিয়োগে জড়িত দুর্নীতিগ্রস্ত অফিসার ও নেতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

3. পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের যথাযথ তদন্ত করতে হবে, দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

4. চাকরিহারা শিক্ষক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের পথ খুঁজতে হবে।

আমরা এই আন্দোলনের পাশে আছি, তবে সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। ক্ষোভের অভিব্যক্তি হোক গণতন্ত্রের সীমার মধ্যে, কারণ এই লড়াই শুধু চাকরির নয়—এটি ন্যায়ের, সম্মানের, ভবিষ্যতের লড়াই। এ লড়াই দুর্নীতিমুক্ত শাসক, সুন্দর সমাজ গড়ার কারিগর— শিক্ষক সমাজের সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে রুটি রোজগারের লড়াই।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ