কলকাতা 

ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করার ডাক মমতার, শাহকে নিয়ন্ত্রণ করার অনুরোধ প্রধানমন্ত্রীকে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মমতার নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে নিয়ন্ত্রণ করার জন্য নরেন্দ্র মোদিকে অনুরোধ পর্যন্ত করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতেই শাহকে আক্রমণ করেন মমতা। প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এবং শাহকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন। পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনাকে পরিকল্পিত বলেও মনে করছেন মমতা।

Advertisement

মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে বাদ পড়লেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কেন্দ্রে বিজেপির দুই শরিক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এবং বিহারের মুখ্যমন্ত্রী বিহারের নীতীশ কুমারের ভূমিকারও সমালোচনা ছিল মমতার বক্তৃতায়। পাশাপাশি, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়াকে’ও আরও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ