২৬ এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ব্রিগেড সমাবেশ বাতিল?
সেখ ইবাদুল ইসলাম : সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে এবং এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ২৬ শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর সেই সমাবেশকে ঘিরেই নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হঠাতই সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির আহবায়ক রেড রোডের ইমামে ইদাইন কারী ফজলুর রহমান ঘোষণা করেছেন পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী ২৬ শে এপ্রিলের ব্রিগেড সমাবেশ বাতিল করা হচ্ছে। তিনি বলেন এ ব্যাপারে তাঁর সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্তাদের কথা হয়েছে। তিনি বলেন যে এ বিষয়ে উনাদের সম্মতি পাওয়ার পরে তিনি এই ভিডিও বার্তা দিচ্ছেন।
এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার পরেই পশ্চিমবাংলার মুসলিম সমাজে চাঞ্চল তৈরি হয়। অনেকে বিক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় কারী ফজলুর রহমানকে মীরজাফর সহ নানা অভিধায় অভিহিত করা হয়। এই পরিপ্রেক্ষিতে ঐদিন রাতেই আরেকটি ভিডিও বার্তায় জয়েন্ট কনভেনার কামরুজ্জামান দাবি করেন যে কারী সাহেব হঠাৎই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কোনো রকম আলোচনা ছাড়াই। দিল্লির সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন বুধবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি কলকাতা সফরে আসছেন। তিনি সকলের সঙ্গে বৈঠক করবেন তারপর সিদ্ধান্ত হবে। মোহাম্মদ কামরুজ্জামান ভিডিও বার্তায় বলেছেন আমাদের প্রত্যাশা ২৬ শে এপ্রিল ব্রিগেডে সমাবেশ হবে।
সূত্রের খবর মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি কলকাতায় আসছেন। তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের সভায় উপস্থিত থাকবেন। এই খবর যদি সত্য হয় তাহলে কারী ফজলুর রহমানের ঘোষণাটি পরিকল্পনা মাফিক হয়েছে বলে আমাদের মনে হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় স্পষ্ট হয়ে যাবে ২৬ শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সভা হবে কিনা।