জেলা 

মুর্শিদাবাদের জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদের ধুলিয়ানে অশান্তির পরিপ্রেক্ষিতে যে দুজন খুন হয়েছিলেন সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আজ মঙ্গলবার গ্রেফতার করেছে রাজ্য পুলিশ বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, একজনকে বীরভূম থেকে অন্যজনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

জোড়া খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। এ-ও জানিয়েছিলেন, দোষীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। জাভেদের হুঁশিয়ারির এক দিন পরেই দু’জনের গ্রেফতারির কথা জানাল পুলিশ। সুপ্রতিম বলেন, ‘‘রাতভর অভিযান চালানো হয়। এক জনকে ধরা হয়েছে বীরভূম থেকে। অন্য জনকে মুর্শিদাবাদ থেকে।’’ পাশাপাশি, মুর্শিদাবাদে অশান্তির ঘটনাতেও ধরপাকড় অব্যাহত বলে জানিয়েছেন সুপ্রতিম।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ