জেলা 

ওয়াকফ আইনের বিরুদ্ধে কোচবিহারের মিনি ব্রিগেডে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি কামরুজ্জামানের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কালাকানুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান। কোচবিহারের রাসমেলা ময়দানে এদিন নস্যশেখ, ইমামসহ বিভিন্ন সংগঠনের যৌথসংস্থা ইউনাইটেড মিল্লাত মঞ্চের পক্ষথেকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ কামরুজ্জামান বলেন নরেন্দ্র মোদীর তৈরি করা কালাকানুন মুসলমানরা মেনে নেবে না। দেশজুড়ে আন্দোলন চলবে। কোচবিহার শহরের আজ সেই আন্দোলনের কোয়াটার ফাইনাল হল। ২৬ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে হবে সেমিফাইনাল আন্দোলন। আর ফাইনাল আন্দোলন হবে দিল্লিতে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড মিল্লাত মঞ্চ সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক, ইউনাইটেড মিল্লাত মঞ্চের সভাপতি হাফেজ মহসিন আলী, মোঃ মহিউদ্দিন, সামিম আখতার,

Advertisement

আহসান উল আলম সরকার,মোঃ নাসিরুদ্দিন প্রমূখ। জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিল করে শহরে প্রবেশ করেন। শেষ পর্যন্ত চূড়ান্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ