জেলা 

প্রেমিকের বাড়িতে ঢুকে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্বামীকে ছেড়ে বন্ধুর সঙ্গে ঘর বেঁধেছিলেন গৃহবধূ। স্ত্রীকে বাড়ি ফেরানোর বহু চেষ্টা করেছেন তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত প্রতিশোধ দিলেন স্বামী। স্ত্রীর বন্ধুর বাড়িতে চড়াও হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন খুন করেছে ওই যুবক। স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে পেতে ছুরি মেরে কিন্তু স্ত্রী মারা গেলেও যুবক এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়।

জানা গিয়েছে, বছর দশেক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা সুখদেব মণ্ডলের সঙ্গে বিয়ে হয় দীপুর। তাঁদের দুটি সন্তানও রয়েছে। অভিযোগ, কয়েকবছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দীপু। বিষয়টা বেশিদিন গোপন থাকেনি। একপর্যায়ে সুখদেব তা জেনে যায়। এরপরই অশান্তি শুরু। এরপরই প্রেমিকের সঙ্গে ঘরপাতার সিদ্ধান্ত নেন দীপু। চলে যান প্রেমিকের কাছে। এরপর বহুবার স্ত্রীকে বাড়িতে ফেরাতে চেয়েছে সুখদেব। কিন্তু লাভ হয়নি। এতেই রাগ চরমে ওঠে। সোমবার রাতে ধারলো অস্ত্র নিয়ে স্ত্রীর প্রেমিকের বাড়ি চড়াও হয় সুখদেব।

Advertisement

অভিযোগ, স্ত্রীকে কুপিয়ে খুন করে ওই যুবক। এরপর নাকি নিজেই নিজের পেটে ছুরি চালায়। চিৎকার শুনতে পেয় স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্বামী-স্ত্রী। তড়িঘড়ি খবর দেওয়া হয় গোপালনগর থানায়। পুলিশ গিয়ে স্বামী-স্ত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দীপুকে মৃত বলে ঘোষণা করে। সুখদেবের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ