দেশ 

“আমরা বিদ্রুপ বুঝি। কিন্তু তারও সীমা থাকা দরকার” : একনাথ শিন্দে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কৌতুক শিল্পী কুনাল কামরার এক প্যারোডিকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধছে তা নিয়ে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান একনাথ শিন্দে মুখ খুললেন। তিনি সাংবাদিকদের বলেছেন,“আমরা বিদ্রুপ বুঝি। কিন্তু তারও সীমা থাকা দরকার।” কৌতুক অনুষ্ঠানে এই শিন্দেকেই বিদ্রুপাত্মক ভঙ্গিতে ‘গদ্দার’ বলে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে হাস্যকৌতুক শিল্পী কুণাল কামরা। আগেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই সোমবার সকাল ১১টায় তাঁকে তলব করেছে মুম্বইয়ের খার থানার পুলিশ।

ইতিমধ্যেই পুলিশের তরফে কুণালের মুম্বইয়ের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে তিনি এখন মুম্বইয়ে নেই। শিবসেনার এক সমর্থকের সঙ্গে কুণালের ফোন-কথোপকথন প্রকাশ্যে এসেছে। সেখানে কুণাল নিজেই বলেছেন যে, তিনি তামিলনাড়ুতে রয়েছেন।

Advertisement

‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন কুণাল। শিন্দের অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেন। কুণালেরই পোস্ট করা ৫৩ সেকেন্ডের একটি ভিডিয়োয় দেখা যায়, একটি জনপ্রিয় হিন্দি গানের নকল করে শিন্দের অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এক জায়গায় শিন্দেকে ‘গদ্দার’ বলেও উল্লেখ করা হয়। যদিও সেখানে কোথাও কুণালকে শিন্দের নাম করতে শোনা যায়নি ।

তার পরেই শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা সমর্থকদের রোষের মুখে পড়েন কুণাল। প্রাথমিক ভাবে জানা যায়, মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলের ভিতর থাকা ‘হ্যাবিট্যাট’ নামের স্টুডিয়োয় ওই মন্তব্য করেছিলেন কুণাল। পরে তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। রবিবার রাতেই হোটেলটিতে ভাঙচুর চালান উন্মত্ত শিবসৈনিকেরা। সোমবার ওই স্টুডিয়োটি ভাঙা শুরু করে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। দাবি, স্টুডিয়োটি জবরদখল করা জায়গার উপর তৈরি হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ